Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

এক নজরে ভাণ্ডারিয়া পৌরসভা

পৌরসভার সংক্ষিপ্ত বিবরণঃ

ভান্ডারিয়া পৌরসভা বাংলাদেশের পিরোজপুর জেলার অন্তর্গত ভান্ডারিয়া উপজেলার একটি নগরভিত্তিক স্থানীয় সরকার সংস্থা। ২০১৫ সালে এই পৌরসভাটি প্রতিষ্ঠিত হয়। এটি একটি "গ" শ্রেনীর পৌরসভা। নবগঠিত এ পৌরসভাটি পিরোজপুর জেলার চতুর্থ ও বরিশাল বিভাগের ২৬ তম পৌরসভা।

ইতিহাস: ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর মন্ত্রিসভার প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) এর একটি সভায় ভান্ডারিয়াকে পৌরসভা করার সিদ্ধান্ত নেওয়া হয়। ২২ সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি করে ভান্ডারিয়াকে পৌরসভা ঘোষণা করা হয়। উপজেলার ভান্ডারিয়া সদর ইউনিয়নের লক্ষিপুরা, ভান্ডারিয়া, কানুয়া, গাজীপুর এবং নদমুলা ইউনিয়নের দক্ষিণ শিয়ালকাঠীর একটি অংশ নিয়ে পৌরসভার সীমানা নির্ধারন করা হয়।

প্রশাসনিক অবকাঠামো: ভান্ডারিয়া পৌরসভার আয়তন ২,৯৪৪ একর। ৯ টি ওয়ার্ড নিয়ে এ পৌরসভাটি গঠিত। এ ৯টি ওয়ার্ডে ৯ জন সাধারণ আসনের ওয়ার্ড কাউন্সিলর এবং ৩ জন সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর নির্বাচিত হন। মাননীয় মেয়র ও সম্মানিত কাউন্সিলরগণ জনগনের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম ভান্ডারিয়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ১২৮নং নির্বাচনী এলাকা পিরোজপুর-২ এর অংশ।

জনসংখ্যা: ২০১১ সালের আদমশুমারি অনুসারে, ভান্ডারিয়া পৌরসভা এলাকার জনসংখ্যা ৫১,২৩৩ জন।


পৌরসভার নামঃ ভাণ্ডারিয়া পৌরসভা

প্রতিষ্ঠাঃ ২২ শে সেপ্টম্বর ২০১৫ ইং

পৌরসভার ওয়ের পাের্টালঃ www.bhandariapouroshova.pirojpur.gov.bd

আয়তনঃ ১১.৯২বর্গ কিঃ মিঃ ২৯৪৪ একর

প্রশাসক/মেয়র এর নামঃ মোঃ ফাইজুর রশিদ


মােট জনসংখ্যাঃ ৫১,২৩৩ জন( পুরুষ-২৫,৫৪৮ ,মহিলা- ২৫৬৮৫) ২০১১ আদমশুমারী

জনসংখ্যার ঘনত্বঃ ৪,২৯৬ জন।

অকৃষি পেশায়নিয়ােজিত ব্যাক্তির হারঃ ৭৫%

অকৃষি প্রকৃতির হারঃ ৪১%

পৌরসভার অভ্যন্তরের নদী নামঃ পােনানদী


গুরুত্বপূর্ণ স্থাপনাঃ

* শিশুপার্ক ১ টি

* কলমাচত্বর। 

* তাফছিরুল মাহফিল ময়দান।


শিক্ষার হারঃ ৭৫%


শিক্ষা প্রতিষ্ঠানঃ

*সরকারী কলেজ -১ টি,

*বেসরকারী কলেজ-১টি,

*সরকারী বালিকা বিদ্যালয়- ১ টি,

*উচ্চ বিদ্যালয়- ১ টি,

*সঃপ্রঃ বিদ্যালয়- ১৯ টি,

*ম্মাদ্রসা- ০২ টি,

*কিন্ডারগার্ডেন-২টি,


সড়ক বাতির সংখ্যাঃ ৫০০টি


রাস্তা ঘাটঃ

*কার্পেটিং রাস্তা ৮০ কিঃমিঃ।

*আরসিসি রাস্তা ১০ কিঃমিঃ।

*হেরিংবন রাস্তা ৭ কিঃমিঃ।